স্টাফ রিপোর্টার: বগুড়ার কাহালু উপজেলায় নিবন্ধনহীভাবে পশুখাদ্য উৎপাদনের দায়ে আল-কেমি এগ্রো ফার্মা কোম্পানি লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে তিনি এদিন দুপুরে উপজেলার দরগাহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পশু ও মৎস্য খাদ্য-ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আল-কেমি এগ্রো ফার্মা কোম্পানি লিমিটেডে অভিযান চালানো হয়। অভিযানে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিবন্ধনহীন ১২টি পশুখাদ্য-মৎস্য খাদ্য বা ওষুধ তৈরি ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধের দায়ে আল-কেমি এগ্রো ফার্মা কোম্পানি লিমিটেডকে পশুখাদ্য আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে প্রায় ৩ লাখ ৫০ হাজার ৭২৫ টাকা সমমূল্যের নিবন্ধনহীন পণ্য কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার জিম্মায় রাখা হয়।
বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বগুড়া জেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।