Saturday, January 11, 2025
Homeউত্তরের খবরবগুড়ায় সঞ্চয় সপ্তাহ উদ্বোধন

বগুড়ায় সঞ্চয় সপ্তাহ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ‘সঞ্চয় করলে নিজের সম্মৃদ্ধি, একই সাথে দেশের প্রবৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় সঞ্চয় সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের ঠনঠনিয়ার বাংলাদেশ ব্যাংকে জেলা সঞ্চয় অফিস কক্ষে সঞ্চয় সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহ আলম সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল।

এসময় বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলার সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মুনসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক আব্দুর রউফ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক আব্দুল ওহাব, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম মোজাফফর হোসেন, ডিসি অফিসের সাবেক কানুনগো মঞ্জুরুল আলম, বগুড়া অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মিতুল বসাক এবং সাবেক বিআরডিবি কর্মকর্তা আব্দুর রহমান।

জেলা সঞ্চয় অফিসার কৃষ্ণ কুমার শীল বলেন, সঞ্চয় অফিস পরিচালিত বিদ্যমান মুনাফাহারে বিভিন্ন সঞ্চয় স্কিমে গ্রাহকদের টাকা নিরাপদে রাখতে ৮-১৪ ডিসেম্বর পর্যন্ত সঞ্চয় সপ্তাহে প্রচারণা চালানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments