বগুড়ার রাজাপুর ইউনিয়ন জামায়াতের যুব কমিটির পরিচিতি সভা ও সুধী সমাবেশ

প্রেস রিলিজ: শুক্রবার বিকালে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের জোড়গাছা হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর ইউনিয়ন যুব কমিটির পরিচিতি অনুষ্ঠান ও সুধী সমাবেশ রাজাপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার এসিস্টেন্ট সেক্রেটারী এ্যাডঃ আল আমিন, মালতীনগর সাংগঠনিক থানা সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, কর্ণপুর সাংগঠনিক থানা শাখার নায়েবে আমির সাবেক কাউন্সিলর ওসমান গনি মাষ্টার, কর্ণপুর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারী মাওঃ মিজানুর রহমান, কর্ণপুর সাংগঠনিক থানা শাখার যুব বিভাগের সভাপতি রুহুল আমিন বাকী,

যুব জামাতের কর্ণপুর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মোঃ সুজন মিয়া, মোখলেছুর রহমান, মাওঃ আব্দুল বাছেত, সারদুল হাসান দিপু, পূর্ব বগুড়া সাংগঠনিক থানা শিবিরের সভাপতি ফাহাদ হাসান রাহি প্রমুখ।

সমাবেশ শেষে মেহরাজ হোসেনকে সভাপতি ও আরাফাত হোসেনকে সেক্রেটারী করে রাজাপুর ইউনিয়নের নবগঠিত ৩৩ সদস্য বিশিষ্ট যুব কমিটির পরিচিতি ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যুব সমাজের আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পালিয়েছে। যুবকরাই আগামীতে সমাজে কুরআন প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা রাখবে।