Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরবগুড়ায় অনুমোদন ছাড়াই ১৫ ওষুধ তৈরি করছিল ফেয়ার ল্যাবরেটরি

বগুড়ায় অনুমোদন ছাড়াই ১৫ ওষুধ তৈরি করছিল ফেয়ার ল্যাবরেটরি

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ফেয়ার ল্যাবরেটরি ইউনানি নামের এক ওষুধ কারখানায় অনুমোদনহীনভাবে ১৫টি ওষুধ উৎপাদনের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার তিনমাথা এলাকা এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালিয়ে ওই ইউনানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়া হয়। বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার তিনমাথা এলাকার ফেয়ার ল্যাবরেটরি ইউনানি নামে এই প্রতিষ্ঠানের সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ফেয়ার ল্যাবরেটরি ইউনানি অনুমোদনহীন ওষুধ ছাড়াও ভেষজ উপাদান, অননুমোদিত রঙ মেশানো, সকল সিরাপ এবং ঔষধে নিষিদ্ধ স্যাকারিন মেশানোসহ অনেক অপরাধে জড়িত।

পরে ওই প্রতিষ্ঠানের র’ ও স্যাকারিন মেশানো ঔষধগুলো ধ্বংস করা হয়। তারা ১৫টির বেশি ওষুধ তৈরি করে বাজারজাত করছিল, যার ১৫টির কোন অনুমোদন নেই। তাই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য জেলা ওষুধ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments