প্রেস রিলিজ: মীর্জা আমজাদ হোসেনকে জানতে হলে বগুড়ার সংবাদপত্রের ইতিহাস জানতে হবে। তিনি বগুড়ার গণমাধ্যম এগিয়ে নিতে বলিষ্ঠ ভুমিকা পালন করেছেন। বক্তারা বলেন, বর্তমান সাংবাদিকতার ক্ষেত্রে যে তোষামোদি ও দলীয়করণের সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণ পেতে হলে মরহুম সাংবাদিক আমজাদ হোসেনের আদর্শকে ধারন করতে হবে।
সোমবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে নর্থবেঙ্গল জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে বিশিষ্ঠ সাংবাদিক মীর্জা আমজাদ হোসেনের ২৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।
সাংবাদিক রেজাউল হক বাবুর সঞ্চালনায় ও মীর্জা সেলিম রেজার সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন মীর সাজ্জাদ আলী সন্তোষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গোলাম রব্বানী, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস,
সাপ্তাহিক দিণক্ষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার আব্দুর রশিদ, সাংবাদিক ফেরদৌসুর রহমান, সাংবাদিক পবিত্র প্রামাণিক প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনুর রশিদ, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক ছানাউল হক শুভ,সাংবাদিক আহসান হাবিব দুলাল, সাংবাদিক ইসা খান, সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক বাবু বসুধা প্রমুখ।