স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংগঠনের ১২ তম ত্রি-বার্ষিক সাধারণ সভা গত ইং- ০৭/১০/২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক গত ইং- ২৬/১১/২০২১ তারিখ সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারন নির্বাচনে আমরা নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গত ইং- ০৪/১২/২০২১ তারিখ অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। আমরা দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ সুষ্ঠু ও সুন্দর ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করিয়া আসছি।
এমতাবস্থায় কিছু শ্রমিক নামধারী মোঃ শহিদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম তাদের অসৎ উদ্দেশ্য চরিত্রার্থ করার মানসে অত্র সংগঠন ও বর্তমান কমিটির বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা বানোয়াট ভিত্তিহীন খবর পত্র পত্রিকার মাধ্যমে অপপ্রচার করছে। যা আদৌ সত্য নহে এবং অত্র সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের সহিত কোন মিল নাই।
প্রত্যেক কমিটির মেয়াদকালীন সময়ে শহিদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করায় প্রত্যেকবারই তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়, কাজেই এইসব মিথ্য বানোয়াট ভিত্তিহীন খবর প্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি। অন্যাথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
অত্র সংগঠনের সংবিধানে বর্নিত নিয়ম অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ৩ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সাবেক কর্মকর্তা এবং ১২ তম ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দি প্রার্থীদের সমন্বয়ে গত ইং- ২৫/১১/২০২৪ তারিখ সোমবার ইসলামপুর হরিগাড়ী, অত্র ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সেন্টার সম্মেলন কক্ষে ইউনিয়ের ১৩ তম ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মতামতের ভিত্তিতে ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অনুষ্ঠিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারন সভা আগামী ইং- ১৮/০৪/২০২৫ শনিবার সকাল ১০ টায় বগুড়া কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল চত্ত্বর, ভবের বাজার, চারমাথায় অনুষ্ঠিত হবে।