Monday, December 23, 2024
Homeউত্তরের খবরবগুড়ার শাজাহানপুরে কৃষি জমির মাটি কাটায় জরিমানা লাখ টাকা

বগুড়ার শাজাহানপুরে কৃষি জমির মাটি কাটায় জরিমানা লাখ টাকা

 

স্টাফ রিপোর্টার:  বগুড়ার শাজাহানপুর উপজেলায় বেআইনিভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে আবু শহীদ মুহাম্মদ আজমল হক নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১২টার দিকে শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে রোববার মধ্যরাতে উপজেলার সুজাবাদ গ্রামে অভিযান পরিচালনা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুজাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুজাবাদ এলাকার অভিযুক্ত আবু শহীদ এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন এসময় তাকে হাতে নাতে ধরে ফেলে ভ্রাম্যমাণ আদালত।

এসময় অভিযুক্ত আবু শহীদ নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এবং তার পরিবার মুচলেকা দেন তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না মর্মে লিখিত দেয়। এসময় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেন। অর্থদন্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাকে কারাদণ্ড হতে অব্যাহতি প্রদান করা হয়।

শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, জোেন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments