দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আতাবুর রহমান সাধারণ সম্পাদক ও আজিজার রহমান সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার সংস্থার কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আক্কাস আলী, বীরমুক্তিযোদ্ধা এফএম আফতাব উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান, বীরমুক্তিযোদ্ধা ইজার উদ্দিন,
বীরমুুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন। পরে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট্য উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়।