Monday, December 23, 2024
Homeউত্তরের খবরতারেক রহমানকে বেকসুর খালাস দেয়ায় বগুড়ায় মিষ্টি বিতরণ

তারেক রহমানকে বেকসুর খালাস দেয়ায় বগুড়ায় মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার: গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম জড়িয়ে দেশবাসীর কাছে সবসময় মিথ্যা বানোয়াট গল্প বলতেন শেখ হাসিনা, এমন কথা বললেন রিক্সা চালক মো:ইয়াসিন আলী।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের রিক্সা চালক বলেন, শেখ হাসিনা সবসময় জিয়া পরিবারের উপর প্রতিশোধ নেয়ার চেষ্টা করেছেন। বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্বচ্ছ রাজনীতি শেখ হাসিনার জন্য আতঙ্ক হয়ে উঠেছিল। মিথ্যা ও ষড়াযন্ত্রমূলক মমলা দিয়ে তারেক রহমানকে দেশে আসতে বাধা দিয়েছে শেখ হাসিনার সরকার। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর সবসত্য মানুষের সামনে এসেছে।

রোববার বগুড়া শহরের সাতমাথায় জিরোপয়েন্টে, থানার মোড়, রানারপ্লাজা ও পুলিশ প্লাজাতে জনসাধানের মিষ্টি বিতরণ উৎসব করা হয়।

উল্লেখ্য ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর পঞ্চম চার্জশীটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ঢুকানো হয়। এর মধ্যে চতুর্থ চার্জশীটও যখন ওয়ান ইলেভেনের সময় দেয়া, তখনও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের নাম ছিল না।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments