Monday, December 23, 2024
Homeউত্তরের খবরনিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় বিভিন্ন কর্মসুচি পালন

নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় বিভিন্ন কর্মসুচি পালন

স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে র‌্যালী, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিসচা বগুড়া জেলা কমিটির উদ্যোগে রবিবার সকাল ১১ টায় শহরের চারমাথা গোদারপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক র‌্যালী বের হয়। এতে জাহিদুর রহমান মহিলা কলেজ ও রাবেয়া স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালী শেষে কলেজ চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বিশেষ অতিথি ছিলেন জাহিদুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, নিসচা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ সভাপতি মাহমুদ শরীফ মিঠু,

সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু ,কুতুব শাহাবুদ্দিন বাবু, লতিফুর রহমান, আরমান হোসেন ডলার, আবু রায়হান, আমিন ইসলাম।

এসময় কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান, আব্দুর রহিম,আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, আখতার উল আনাম, আব্দুস সবুর, পুস্পা, নাজমা আক্তার,হাসিন মুঞ্জিলা, মেহেদী হাসান, সামছুজ্জোহা, আবু নাছের, নুরুল আলম, ইমরান হোসেন, সুমন মিয়া উপস্থিত ছিলেন।

পরে কলেজ গেটের সামনে জেব্রা ক্রসিং সাদা রং করা হয়।

এতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। দেখে শুনে রাস্তা পারাপার ও চলাচল করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments