Monday, December 23, 2024
Homeউত্তরের খবরপুলিশ-জনতা একহয়ে কাজ করতে হবে-বগুড়া পুলিশ সুপার

পুলিশ-জনতা একহয়ে কাজ করতে হবে-বগুড়া পুলিশ সুপার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) বলেছেন, এদেশকে সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হলে পুলিশ জনতাকে একযোগে কাজ করতে হবে।

শনিবার গাবতলী মডেল থানা হলরুমে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল ও সারিয়াকান্দী থানার ওসি জামিল আহম্মেদ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন এবং সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু ও নজমুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মন্ডল,

সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন ও জসীউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মমিন ও সাহাদত হোসেন খান সাগর, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, ত্রাণ সম্পাদক আতিকুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments