স্টাফ রিপোর্টার: বগুড়া লেখক চক্রের পুরস্কার পেলেন ৫ কবি, সাহিত্যিক ও সাংবাদিক। শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের শেষ দিনে অতিথিরা পুরষ্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা পদক, উত্তরীয়, সংসাবচন তুলে দেয়া হয়।
এদিন সকালের সেশনে সারাদেশ থেকে আগত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। এবার বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ প্রাপ্তরা হলেন, কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় শেলী সেনগুপ্তা ও গবেষণায় সানজিদা হক মিশু।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ্ ও সভাপতিত্ব করেন কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি আমিনুল ইসলাম, বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সাংবাদিক কাওছার মনির। বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম অনুষ্ঠানে আগত সকল কবিদের ধন্যবাদ জানান।
প্রধান অতিথি কবি-প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ্ বলেন, বগুড়া লেখক চক্রের সম্মাননা যারা পান তাদের জন্য এটি অনেক গর্বের। কবিতা, গান, নাটক, প্রবন্ধ, গল্প, ছড়া লেখকদের বাঁচিয়ে রাখে।
লিটল ম্যাগাজিন মেধাবী কবি ও লেখকদের প্রতিটি শব্দের প্রকাশ ঘটায়। প্রতিটি পুরস্কার একএকটি সম্মান। তা যত ছোট হোক না কেন। সম্মাননা লেখকদের কাজের মূল্যায়ন করে। যা বগুড়া লেখক চক্র প্রতিবছর কবি সম্মেলনে গুণী লেখকদের সম্মান জানায়। এই দুদিনের কবি সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঋদ্ধ করেছেন।
বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত বগুড়া লেখক চক্রের উপদেষ্টা পলাশ খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, কবি আবু রায়হান, কবি ওয়ায়েজ রেজা, কবি আমির খসরু সেলিম, কবি সিকতা কাজল, কবি হারুন রশিদ সহ আরও অনেকে।