Monday, December 23, 2024
Homeউত্তরের খবরকৃষকদের মাঝে গাক’র কৃষি যন্ত্রপাতি বিতরণ

কৃষকদের মাঝে গাক’র কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রেস রিলিজ: গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন ব্র্যাক ব্যাংক পিএলসি এর আর্থিক সহায়তায় চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বগুড়া জেলাধীন সারিয়াকান্দি ও ধুনট উপজেলার চরাঞ্চলে ২৮০০ কৃষককে সম্পৃক্ত ৪টি উচ্চ মূল্যের ফসল (ভূট্টা, মরিচ, পাট এবং সরিষা) চাষ সম্প্রসারণ এবং বাজার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

উক্ত প্রকল্পের আওতায় শনিবার সকাল ১১ টায় সারিয়াকান্দি উপজেলাধীন কুতুবপুর হাইস্কুল মাঠে চরাঞ্চলের ২৫০ জন কৃষকের মাঝে মরিচ শুকানোর ত্রিপল, ভূট্টার বীজ বপন মেশিন, ভূট্টা মারাই মেশিন, স্প্রে মেশিন ও শ্যালো মেশিন বিতরণ করা হয়। গাক এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাব্বির হোসেন।

আরোও উপস্থিত ছিলেন গাক এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, সারিয়াকন্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ শাকিলা আকতার, ব্র্যাক ব্যাংক পিএলসি’র সিনিয়র ম্যানেজার মোঃ শফিকুর রহমান ভূঁইয়া, রিলেশনশীপ ম্যানেজার মোঃ রকিবুল হাসান, সংস্থার যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, প্রকল্প ব্যবস্থাপক মোঃ রাজিবিল্লাহ, সংশ্লিষ্ট এলাকার শাখা ব্যবস্থাপক, প্রকল্প কর্মকর্তাবৃন্দ, নির্বাচিত কৃষক এবং স্থানীয়/আঞ্চলিক সাংবাদিকবৃন্দ।

গাক এর সমন্বয়কারী মোঃ জিয়া উদ্দিন সরদার এর সঞ্চালনায় কৃষিযন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাব্বির হোসেন সারিয়াকন্দি চর পরিদর্শনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রকল্পের অগ্রগতি ও মরিচের বাম্পার ফলন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন আধুনিক কৃষি যন্ত্রপাতির যথার্থ ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, শস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের কোনো বিকল্প নেই। ব্র্যাক ব্যাংকের আর্থিক সহায়তায় প্রকল্পের আওতায় যেসকল কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে সেগুলোর ব্যবহার নিশ্চিত করে কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হবেন, এমন আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments