Monday, December 23, 2024
Homeসারা বাংলানারী উন্নয়নে কাজ করছে সাবাহ্ বাংলাদেশ

নারী উন্নয়নে কাজ করছে সাবাহ্ বাংলাদেশ

প্রেস রিলিজ: সার্ক ভূক্ত দেশগুলোর দরিদ্র হোমবেইজড ওয়ার্কারদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষে সার্ক বিজনেস এ্যাসোসিয়েট অফ হোম বেইজড ওয়ার্কারস বাংলাদেশ (সাবাহ্) কাজ করছে।

ইতিপূর্বে প্রায় ১৪ হাজার নারী উপকারভূগী থাকলেও বর্তমানে চারশত নারী সংযুক্ত হয়ে নিজেদের উন্নয়নে সংগঠনের সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। শুক্রবার ঢাকায় আগারগাঁও পিকেএসএফ ভবনে সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাবাহ্ বাংলাদেশ এর চেয়ারপার্সন ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এর সভাপতিত্বে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
সাবাহ্ সাধারণ সভা-২০২৪ এর অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি, সাবেক সচিব, পুলিশের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা,ব্যাংকার,চাটার্ড এ্যাকাউন্টেন্ড প্রমুখ।

বার্ষিক সাধারন সভায় সাবাহ্ পরিচালনা পর্ষদ নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন পর্ষদ গঠিত হয়। নির্বাচন কমিশনার ছিলেন এফসিএ মোশাররফ হোসেন মৃধা।

সাবাহ্ ঢাকায় একটি ট্রেড ফ্যাসিলিটিশন সেন্টার সহ দেশের বিভিন্ন স্থানে ১৬ টি কমিউনিটি ফ্যাসিলিটেশন সেন্টার পরিচালনার মাধ্যমে হাতে তৈরী উৎপাদিত পন্য ক্রয় বিক্রয় করে থাকেন। সাবাহ্ নারীদের আয় বৃদ্ধিতে দেশ বিদেশে তাদের উৎপাদিত পন্য বিপননে সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় সহযোগিতা সহ বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments