ইসলাম মালিক শ্রমিকের মাঝে কোন বৈষম্য তৈরী করেনি-গোলাম রব্বানী

প্রেস রিলিজ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর পরিবহন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বগুড়া শহরের চারমাথা ছোটকুমিড়া স্কুল মাঠে শহর সভাপতি এজাজ আমম্মেদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুুল হক সরকার, ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন,

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম।

শ্রমিক নেতা নুর আলমের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইদ্রিস আলী, সাবেক ধর্মীয় সম্পাদক শামসুল ইসলাম কামরুল প্রমুখ।

সম্মলনে প্রধান অতিথি বলেন ইসলাম মালিক শ্রমিকের মাঝে কোন বৈষম্য তৈরী করেনি। ইসলামী শ্রমনীতি সমাজে চালু হলেই শ্রমিকের কল্যাণ আসবে। তিনি ইসলামী শ্রমনীতি সমাজে প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহবান জানান।