দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বুধবার বেলা সাড়ে ১১টায় দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সূধীদের সাথে বগুড়া নবাগত জেলা প্রশাসক হোসনা আফরোজা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ছাড়াও অন্যান্যদের মাধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,
পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ।
সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী।