Monday, December 23, 2024
Homeউত্তরের খবরগাবতলীতে আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

গাবতলীতে আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : তরুন যুবসমাজকে ক্রীড়া চর্চায় আগ্রহী করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র নামে ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে বগুড়ার গাবতলীতে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩ টি দল নিয়ে বুধবার দুপুরে গাবতলী সরকারী কলেজ মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। পৃষ্টপোষকতায় ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক চঞ্চল কুমার দেবের সভাপতিত্বে বরেন্য অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, নজমুল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিটন এবং উপজেলা জাসাসের সভাপতি আরেফুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, মহব্বত আলী, পৌর যুবদলের আহবায়ক আ: লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, দপ্তর মামুনুর রশিদ ঠান্ডু,

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, সদস্য সচিব আ: রহমান লিমন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলম আকন্দ, সাধারণ সম্পাদক শাহিন পাইকার, যুবদল নেতা আ: মমিন, মালেক মোক্তাদির, আ: হালিম, সাজ্জাদুর রহমান শামীম, তরিকুল ইসলাম সোহাগ প্রমুখ।

উদ্বোধনী খেলায় বালিয়াদিঘি ভাইকিংস ও গাবতলী পৌর রাইডার্স অংশগ্রহন করেন। এতে গাবতলী পৌর রাইডার্স জয়ী হয় ১৮ রানে। উদ্বোধনী খেলায় শিক্ষার্থীসহ দর্শনাথীরা উপভোগ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments