Monday, December 23, 2024
Homeউত্তরের খবরবগুড়ায় দুদ‌কের মামলায় তুফান সরকা‌রের ১৩ বছ‌রের কারাদণ্ড

বগুড়ায় দুদ‌কের মামলায় তুফান সরকা‌রের ১৩ বছ‌রের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: দুদকের মামলায় বগুড়ার আলো‌চিত তুফান সরকা‌রের ১৩ বছ‌রের কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। অ‌বৈধ সম্পদ অর্জন এবং তথ‌্য গোপ‌নের অ‌ভি‌যো‌গে দায়েরকৃত মামলায় বুধবার দুপু‌রের বগুড়ার স্পেশা‌ল জজ আদাল‌তের বিচারক মোহাম্মদ শ‌হিদুল্লা এ রায় দেন।

তুফান সরকার বগুড়া শহ‌রের চকসুত্রাপুর এলাকার ম‌জিবর রহমান সরকা‌রের ছে‌লে। তিনি বগুড়া শহর শ্রমিক লীগের নেতা ছিলেন।

জানা গেছে, ২০১৭ সালে এক যুবতী ও তার মাকে ধরে এনে মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় দেশব্যাপী আলোচনায় আসে তুফান সরকার। পরে পুলিশ তুফান সরকারকে আটক করে। সেই সময় তার বিরু‌দ্ধে অ‌বৈধ সম্পদ অর্জনের অভিযোগ ও‌ঠে। প‌রে বিষয়‌টি আম‌লে নি‌য়ে তদ‌ন্ত ক‌রে।

এরপর ২০১৮ সা‌লের ৩১ ডি‌সেম্বর বগুড়া সদর থানায় মামলা ক‌রেন দুদক বগুড়া‌ কার্যাল‌য়ের তৎকালীন সহকা‌রি প‌রিচালক আমিনুল ইসলাম। এরপর ২০২০ সা‌লের ২৭ ফেব্রুয়া‌রি তি‌নি আদাল‌তে চার্জশীট দা‌খিল ক‌রেন।

দুদক বগুড়ার আইনজীবী আবুল কালাম আজাদ ব‌লেন, মামলায় দু‌টি ধারায় তুফান সরকারের ১৩ বছ‌রের সাজা হ‌য়ে‌ছে।

এছাড়াও তার অ‌বৈধ সম্পদ ১ কো‌টি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা রা‌ষ্ট্রের অনুকূ‌লে বা‌জেয়াপ্ত করা হ‌য়ে‌ছে। তুফান সরকার বর্তমা‌নে পলাতক র‌য়ে‌ছে। গ্রেপ্তা‌রের পর থে‌কে এ দণ্ডা‌দেশ কার্যকর হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments