Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরসার্ক "আইকন অব সার্জারি" সন্মাননা পেলেন অধ্যাপক ডাঃ পাভেল

সার্ক “আইকন অব সার্জারি” সন্মাননা পেলেন অধ্যাপক ডাঃ পাভেল

প্রেস রিলিজ: দক্ষিণ এশিয়া সার্জিক্যাল সোসাইটি একটি আঞ্চলিক সংগঠন, যা দক্ষিণ এশিয়া অঞ্চলের সার্জনদের মধ্যে পেশাগত উন্নয়ন এবং চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি নিয়ে কাজ করে। এই সোসাইটির কার্যক্রম দক্ষিণ এশিয়ার সার্জনদের জন্য একে অপরের সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সোসাইটি প্রতিবারে মত এবারও সম্মেলনের আয়োজন করেন গত ২২ নভেম্বর ২০২৪ নেপালের পোখারা তে।
এই সম্মেলনে যারা চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন, বিশেষ করে সার্জারির ক্ষেত্রে। গবেষণা এবং জ্ঞানের বিস্তার করেছেন, যার মাধ্যমে নতুন পদ্ধতি বা প্রযুক্তির প্রয়োগ হয়েছে। চিকিৎসা শাস্ত্রের উন্নয়নে অবদান রেখেছেন, এবং তাঁদের কাজের মাধ্যমে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবা খাতের উন্নতি হয়েছে।

যারা নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করেছেন এবং সার্জনদের জন্য একটি প্রেরণা হয়ে উঠেছেন এবং যারা মানবকল্যাণ ও সমাজসেবায় অবদান রেখেছেন। তাদেরকে সার্ক সার্জিক্যাল সোসাইটি’র পক্ষ থেকে “আইকন অফ সার্জারি” র সন্মাননা পদক দেওয়া হয়।

সাউথ এশিয়ান সার্জিক্যাল কেয়ার সোসাইটি সহযোগিতায় সোসাইটি অফ সার্জনস অফ নেপাল এর ১৪তম জাতীয় সম্মেলনে নেপালের গন্ডাকি প্রদেশের মুখ্যমন্ত্রী সুরেন্দ্র রাজ পান্ডে এর হাত থেকে “আইকন অফ সার্জারি” র এই সন্মাননা পদক গ্রহণ করেন বাংলাদেশের একজন খ্যাতনামা চিকিৎসক এবং সার্জন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বর্তমানে তিনি টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টরের নির্বাহী পরামর্শক এবং টিএমএসএস মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক। সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ এর পর পর দু’বার সাবেক সভাপতি। তিনি টিএমএসএস স্বাস্থ্য সেক্টরে উন্নয়নে অত্যান্ত গুরুত্বপূর্ন অবদান রাখছেন।

তিনি একজন দক্ষ নেতা, যিনি বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং হাসপাতালের কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের মাধ্যমে সেবা প্রদান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments