Monday, December 23, 2024
Homeবিনোদনবন্ধ অনুষ্ঠান নিয়ে ফিরছেন আগুন

বন্ধ অনুষ্ঠান নিয়ে ফিরছেন আগুন

বিনোদন ডেস্ক: দেশের নন্দিত গায়ক আগুন। ভরাট কণ্ঠের বহু গান দিয়ে তিনি দর্শককে মুগ্ধ করে রেখেছেন। অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রের প্লে-ব্যাকেও তিনি দারুণ জনপ্রিয় এক নাম। তার গাওয়া অনেক গান সময়ের স্রোতে টিকে গেছে কালজয়ী হিসেবে।

উল্লেখ করা যায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির ‘বাবা বলে ছেলে নাম করবে’, ‘জীবন সংসার’ ছবির ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে’ ও ‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’ গানগুলোর কথা।আগের মতো নিয়মিত গান করেন না বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি খান আতা ও সংগীতশিল্পী নিলুফার ইয়াসমিনের পুত্র আগুন। তবে গানের সঙ্গেই আছেন তিনি। খবরে আসেন বিরতি দিয়ে দিয়ে। মাঝখানে নিয়মিত হয়েছিলেন অভিনয়ে। সেখানেও আজকাল অনিয়মিত তিনি। এই তারকার ভক্তদের জন্য সুখবর।

দীর্ঘ ১৫ বছর পর উপস্থাপক হিসেবে ফিরছেন আগুন। বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন তিনি। কিন্তু ১৫ বছর আগে টানা তিন বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করার পর নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই সেটির প্রচার বন্ধ হয়ে যায়।আবারও সেই অনুষ্ঠান নিয়ে বিটিভিতেই উপস্থাপনায় ফিরছেন আগুন। আগামীকাল বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি দেখাবে বিটিভি। বিষয়টি নিশ্চিত করে আগুন জানান, এরইমধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ।

আগুন ‘আগুন ঝরা সন্ধ্যা’ ফিরে পেয়ে আনন্দিত। শিল্পীদের কাজে যেন কখনো বাঁধা না আসে সেই অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘শিল্পীদের কাজ বন্ধ করে দেয়ার অপসংস্কৃতি বন্ধ হওয়া জরুরি। কেউই যেন কোনো কারণে ব্ল্যাকলিস্টেড না হন। সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

আগামীতে যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয় আমি তাই চাই। শিল্পীরা একটি পরিবারের। এখানে কোনো বিভাজন হতে পারে না।’‘ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে আবারও ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ করে দেবার জন্য’- যোগ করেন এই গায়ক। এদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সর্বশেষ ‘লিলি বিউটি সোপ’- এর বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে প্রশংসা পাচ্ছেন আগুন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments