সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর হোপ প্রকল্পের উদ্যোগে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর ‘নিরাপদ পানির অভাব পূরণে করণীয়’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়।
পল্লীশ্রী, মোকামতলা, বগুড়া’র বাস্তবায়নে এবং নেটজ্ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপ-সহকারী প্রকৌশলী মেহেদুল ইসলাম। বুধবার সকালে পল্লীশ্রী, হোপ প্রকল্পের মোকামতলা, বগুড়া’র সমন্বয়কারী তাইবাতুন নেহার প্রীতির সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন পল্লীশ্রীর হোপ প্রকল্পের সমন্বয়কারী মাহমুদ মানিক,
নাগরিক সমাজ সংগঠনের সদস্য ইকবাল কবির লেমন, তেকানী চুকাইনগর নাগরিক সমাজ সংগঠনের সম্পাদক ইব্রাহিম হোসেন, দিগদাইড় ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সভা প্রধান ফাহিমা।
সংলাপ অনুষ্ঠানে প্রকল্প পরিচিতি তুলে ধরেন ফিল্ড ফ্যাসিলিটেটর দেলওয়ার হোসেন ও জয়ন্ত রায়।