স্টাফ রিপোর্টার: বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখা এ দিবসটি উদযাপন করে।
সংস্থার বগুড়ার সভাপতি সার্জেন্ট এ কে এম আজাদ মিয়া (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর জন্য আজ এই দিনটি অহংকার ও গৌরবময়। ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষনা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনিও একজন সেনা বাহিনীর সদস্য ছিলেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সবসময় কাজ করছেন।
সংকটময় মুহুর্তে দেশের মানুষের পাশে থাকেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনেও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরাও মিছিল ও সমাবেশ করেছে।
অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা এ কিউ এম ডিসেন্ট আহম্মেদ সুমন, ধ্রুপদী বিল্ডার্স এন্ড প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান কর্নেল (অবঃ) মোঃ জগলুল আহসান, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান (অবঃ), সাধারণ সম্পাদক সার্জেন্ট মোহাম্মাদ খোরশেদ আলম (অবঃ), সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল মোঃ আনোয়ার হোসেন (অবঃ),
বীর মুক্তিযোদ্ধা এ কে এম রশীদ, মনিরুজ্জামান মনির, সোলায়মান আলী, শাহজাহান আলী আকন্দ, সার্জেন্ট দেলোয়ার হোসেন দুলাল (অবঃ), সার্জেন্ট মোঃ আব্দুল বাতেন (অবঃ), সার্জেন্ট এবিএম রেজাউল করিম হিমু , সার্জেন্ট মোঃ আজাদুল হক আজাদ (অবঃ) প্রমুখ।
দিবসটি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।