স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ৫ দফা দাবিতে স্বারকলিপি’র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়ে। মঙ্গলবার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সুমন খান।
তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ইং- ১৫ই নভেম্বর দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশিত বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ৫ দফা দাবিতে স্বারকলিপি প্রদান খবরে দেখিতে পাই যে কথিত নামধারী মোটর শ্রমিক সদস্য মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ শহিদুল ইসলাম খোকন কর্তৃক স্বারকলিপি ও পত্রিকায় বিজ্ঞপ্তি খবরের মাধ্যমে বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিফাত, ইমন, রাজু, হিরা, সৌরভ, শীষ, ওয়ালিদ ও রুমন নাম দিয়া মিথ্যা খবর প্রকাশ করিয়াছেন।
এখানে যাদের নাম উল্লেখ করিয়াছেন তাহারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নয়। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রথমে আপনাদের বলতে চাই আমি নিজেও এক শ্রমিকের সন্তান, দ্বিতীয়ত আমরা এখানে এসেছি মানবিক কারণে, কেন না বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন একটি বৃহত্তম অরাজনৈতিক সংগঠন।
এই সংগঠন যদি ভুল করে সেটা শ্রমিকরা দেখবে শ্রমিকরাই জানাবে। যারা অভিযোগ করেছে তারা যদি সত্যিকার অর্থে বগুড়া জেলা সমন্বয়কদের নিয়ে অভিযোগ করতো তাহলেও আমরা ভেবে নিতাম যে, সমন্বয়কগন ছিলো। যদিও বগুড়াতে এখন বর্তমানে সমন্বয় কমিটি নেই।
আমরা মিথ্যা অভিযোগকারীদের সতর্কবার্তা দিচ্ছি, আপনাদের যদি অভিযোগ করতেই হয়, নিজ উদ্যোগে করবেন। যদি নিজ স্বার্থ হাসিল করার চেষ্টা করেন তাহলে আমরা হার্ড লাইনে যেতে বাধ্য হবো।