স্টাফ রিপোর্টার: বগুড়ায় দুই হাজার ৩০৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সাথে একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৫০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে শহরের বড়গোলা এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়৷ এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ।
এসময় পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জেলা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, বড়গোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুদ, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন করার কারণে সিয়াম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ২ হাজার ৩০৭ কেজি পলিথিন জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।