Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরইতিহাস ও ঐতিহ্য কাহালু শিরোনামে বই’র মোড়ক উন্মোচন

ইতিহাস ও ঐতিহ্য কাহালু শিরোনামে বই’র মোড়ক উন্মোচন

সাহিন সরদার কাহালু প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে ” ইতিহাস ও ঐতিহ্য কাহালু ” শিরোনাম বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম এর সঞ্চালনায় মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নীল রতন দেব, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার নজিবুর রহমান, বিএনপি কাহালু উপজেলা শাখা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখা আমির আব্দুস শাহীদ খাঁন,

মালঞ্চা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেছার উদ্দিন, মোড়ক উন্মোচন সম্পাদনা পরিষদের সদস্য প্রভাষক মাকছুদুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ছালাম, কাহালু তাইরুনেচ্ছা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, কাহালু উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক কুতুব শাহাবউদ্দিন বাবু, সাধারন সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, বিভিন্ন দপ্তরের প্রধান,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ও সাংবাদিক বৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments