সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী, ২০২৪ এর দ্বিতীয় দিনে শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় কাব কার্ণিভাল ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের কাব ক্যাম্পুরীর ভেন্যু থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে। র্যালির মূল আকর্ষণ ছিল রাজা-রানীর সাজসজ্জাসহ নানা ধরনের সজ্জা।
র্যালিতে অংশ নেয় কাব ক্যাম্পরীতে অংশ নেয়া সোনাতলা উপজেলার ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
গত ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে সোনাতলা উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক।
উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস্ এর সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা কাব লিডার শেখ মোহাম্মদ বাদশা, জেলা কাব লিডার আনিসুর রহমান, তাজমিলুর রহমান, শিবগঞ্জ উপজেলা কাব লিডার আব্দুর রহিম, গ্রুপ সভাপতি মাহবুবা মিলন, মাহবুবুর রহমান, আতাউর রহমান, নুরুন্নবী ইসলাম, মন্তেজার রহমান, কাব লিডার মরিয়ম মোনতাসিম, নিপুন মোহন্ত, মতিনুর রহমান, আনোয়ার সাদাত, মোনতাসির মানিকসহ কাব লিডার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
মহাতাবু জলসার মধ্য দিয়ে আগামী রোববার চারদিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কাব ক্যাম্পুরীর আয়োজক কর্তৃপক্ষ।