প্রেস রিলিজ: গোটা দুনিয়াজুড়ে ওয়ার্ল্ড ওয়াইএমসিএ’র আহ্বানে বিশ্ব ওয়াইএমসিএ/ওয়াইডাব্লিউসিএ বিশ্ব প্রার্থনা সপ্তাহ শুক্রবার সন্ধ্যায় বগুড়া স্থানীয় সংগঠন পালন করে। এরই আলোকে বগুড়া ওয়াইএমসিএ হলরুমে বিশ্ব প্রার্থনা সপ্তাহের আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিক। মুখ্য আলোচক হিসেবে অংশ নেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উপাসনালয়ের পালক মিঃ গিলবার্ট মৃধা।
মূখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, মানব কল্যাণের লক্ষ্যে শিক্ষিত যুবক-যুবতীদের এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে যীশুকে প্রকাশ করার আহবান জানান।
তিনি আরো বলেন, পবিত্র বিশ্বাসের সাথে উপাদানগুলো পার করা এ থিমের অধীনে আমরা ধর্মগ্রন্থ এবং আমাদের দৈনন্দিন জীবনে জল, পৃথিবী, আগুন এবং বাতাসের আধ্যাত্মিক তাৎপর্য প্রতিফলিত করব।
আস্থার সাথে ভবিষ্যৎ জীবনে সুখের নাগাল পেতে প্রত্যাশার প্রার্থনার মধ্যদিয়ে দেহ, মন আত্মার সমন্বয় ঘটিয়ে প্রভূ যীশুর নৈকট্য লাভ করবো। প্রভু যীশুর নৈকট্য পেতে হলে প্রত্যাশিত পরিবর্তন, পূর্ণতা, আশা, দায়িত্ববোধ, মর্যাদা, ঐক্য, বংশাবলীসহ বিভিন্ন বিষয়ে আমাদের জানতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ’স অব বাংলাদেশ এর সহসভাপতি ম্যাগডেলিন ফ্রান্সিসকা বেসরা, বগুড়া ওয়াইএমসিএ’র সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল, নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, পূর্ণ সদস্য স্বপন সরেনসহ প্রমুখ।