Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরবগুড়াসহ সারাদেশে শিল্পনগরী চান অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি

বগুড়াসহ সারাদেশে শিল্পনগরী চান অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি

প্রেস রিলিজ: উত্তরের প্রাণকেন্দ্র বগুড়াসহ সারাদেশে শিল্পনগরীর দাবি জানিয়েছেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে শহরের কলোলীতে স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনের বগুড়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এই দাবি জানান তারা।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের ব্যবস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফিকুল ইসলাম রনজু।

এ সময় তারা বলেন, শিল্পের বিকাশে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়াসহ সারাদেশে শিল্পনগরীর বাস্তবায়ন একটি যুগোপযোগী দাবি। এই সেক্টর থেকে প্রতিনিয়ত অসংখ্য দক্ষ কর্মী তৈরি হচ্ছে যারা দেশের অটোমোবাইল সেক্টর কে এগিয়ে নেয়ার পাশাপাশি অসংখ্য কর্মী বিদেশে শ্রম দিয়ে দেশের জন্য বয়ে আনছেন রেমিটেন্স। সম্ভাবনাময় এই সেক্টর আর কতদিন ভাড়ার জায়গায় চলবে? দ্রুততম সময়ে জেলাভিত্তিক শিল্প জোন গড়ে তোলার মধ্য দিয়ে অটোমোবাইল খাতকে অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব। পাশাপাশি তারা অটোমোবাইল ওয়ার্কশপ মালিকদের নিজেদের ট্রেড লাইসেন্স, আয়কর সনদসহ সকল প্রয়োজনীয় কাগজ নিয়ে ব্যবসা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি যথাক্রমে শশী নন্দন গোস্বামী, শাহীন কবির, আব্দুর রাজ্জাক, হানিফ মোল্লা, কার্যকরী মহাসচিব আজাহারুল ইসলাম সেলিম, যুগ্ম মহাসচিব যথাক্রমে কামাল হোসেন, আবু সৈয়দ চৌধুরী ও আরিফুল আবরার আরিফ, যুগ্ম অর্থ সম্পাদক সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সহিদুল মুন্সী, দপ্তর সম্পাদক শাহজাহান ফকির, শ্রম সম্পাদক মনির শিকদার, সংগঠনের বগুড়া জেলা কমিটির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, উপদেষ্টাবৃন্দ যথাক্রমে মোহাম্মাদ আলী, এ্যাড. হযরত আলী, মতিউর রহমান ও আতিকুর রহমান বাবু।

এদিন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ছাড়াও শপথ বাক্য পাঠ করান সংগঠনের আরো ২১ জন নবনির্বাচিত নেতৃবৃন্দদের। নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ- সভাপতি যথাক্রমে ওয়াজেদুর রহমান সেলিম, নুরুন্নবী শান্ত, আবু শুকুর মিলন, মহররম আলী মন্ডল ও জাহাঙ্গীর আলম,

সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আনিসুর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী লিটন, অতুল চন্দ্র দাস, মো: আজম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো: জিন্নাহ, সাংস্কৃতিক সম্পাদক দিল মোহাম্মদ, অর্থ সম্পাদক আব্দুল খালেক রতন,

যুগ্ম অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক কমল, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জিল শেখ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান পলাশ, যুগ্ম দপ্তর সম্পাদক পলাশ মোল্লা ও ধর্ম সম্পাদক শাহীন আলম। সকাল থেকে শুরু হওয়া এই অভিষেক অনুষ্ঠানে নেতৃবৃন্দরা সাংগঠনিক কর্মকাণ্ডের রূপরেখাও প্রণয়ন করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments