Monday, December 23, 2024
Homeউত্তরের খবরপড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে-সহিদুন্নবী সালাম

পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে-সহিদুন্নবী সালাম

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দি চন্দনবাইশা ডিগ্রি কলেজ আয়োজিত এইচএসসি এবং ডিগ্রি একাদশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ডিগ্রি একাদশ ১-০ গোলে এইচএসসি একাদশকে পরাজিত করে।

বৃহস্পতিবার দুপুরে চন্দনবাইশা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম। তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। খেলাধুলা মেধা ও মননের বিকাশ ঘটায়। সুন্দর স্বাস্থ্য গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে খেলার মাঠে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়।

সভাপতিত্ব করেন চন্দন বাইশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলিমুর রাজী তরুণ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সদস্য মিনহাজুল ইসলাম রিবন, চন্দন বাইশা ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত ই খোদা চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, এম নূর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ। শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments