শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: মুগ্ধতা ছড়িয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। বৃহস্পতিবার সন্ধ্যায় শাজাহানপুর প্রেসক্লাব পক্ষ থেকে বিদায়ী ইউএনও মুহসিয়া তাবাসসুমকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান কে বরণ ও বিদায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান ভূঁইয়া কে বিদায়ী সম্মাননা দেওয়া হয়।
২০২৪ সালের ২২ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ও ১৯ আগষ্ট ২০২৪ থেকে উপজেলা প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব নেন।দ্বায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের কল্যাণে কাজ শুরু করেন। মুহসিয়া তাবাসসুম অতি অল্প সময়ের মধ্যে জনবান্ধন ইউএনও হিসেবে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছিলেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম,উপজেলা প্রকৌশলী মুহা: ফারুক হাসান,শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ,আবুল কালাম আজাদ,আতিকুর রহমান,শাহাদাত হোসেন,
ধর্মীয় ও সাহিত্য সম্পাদক মোস্তাকিম হোসাইন প্রমূখ। এসময় উপজেলা বিভিন্ন কর্মকর্তা,প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়াও এর আগে বিদায় ইউএনও মুহসিয়া তাবাসসুম কে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান।