সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সোনাতলা পৌর এলাকার বড় বাজারে আশরাফুল প্লাজার দোতলায় প্রধান অতিথি হিসেবে এই শাখা অফিস উদ্বোধন করেন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সিনিয়র ডিএমডি (সেলস্ অ্যান্ড মার্কেটিং) শেখ মনিরুল ইসলাম।
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানেজার ও সোনাতলা শাখা ইনচার্জ মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকাররম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, বগুড়া সাংগঠনিক অফিসের জেনারেল ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম রফিক, মা ডিজিটাল ক্লিনিকের চেয়ারম্যান আব্দুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম মোক্তাদির, পরিচালক জাহিদুল ইসলাম ও স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, সোনাতলার ব্র্যাঞ্চ ম্যানেজার নুসরাত জাহান মিম।