Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরবগুড়ার ধুনটে আ.লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে আ.লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ধুনট( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে ককটেল হামলা, ভাংচুর ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধুনট শহরের হোটেল আরাফাতের মালিক এমদাদুল হক রনি বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, হোটেল আরাফাতের দ্বিতীয় তলায় বিএনপির দলীয় কার্যালয় অবস্থিত। ২০২২ সালের ৩০ মে সকাল ১১টায় দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট, ভাংচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে।

হামলাকারীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে হোটেল আরাফাতেও ভাংচুর ও নগদ টাকা লুটে নেয়। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম খান।

এ মামলায় অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার আড়কাটিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে বেলাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার এজাহারভুক্ত আসামি বেলাল হোসেন নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments