Sunday, December 22, 2024
Homeউত্তরের খবরবগুড়া কারাগারে পৌর আওয়ামী লীগ নেতা রতনের মৃত্যু

বগুড়া কারাগারে পৌর আওয়ামী লীগ নেতা রতনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে বগুড়া কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। আসামির শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ।

তিনি জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা ছিল তাকে। গতকাল বিকেলেও তাকে নেবুলাইজার দেয়া হয়েছিল। পরে রাতে ২ টার দিকে মারা যান তিনি।

জেল সুপার বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসে। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়ে এসেছিলেন।

সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments