Monday, December 23, 2024
Homeউত্তরের খবরবগুড়ার শাজাহানপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

শাজাহানপুর প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ির উঠান থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের উঠানে তার মরদেহ পড়ে ছিল। নিহত আবুল কালাম ঐ এলাকার মৃত ছইম উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে বেরিয়ে উঠানে গলাকটা ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন।

পরে তাঁর আহাজারিতে প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। পরিবার ও প্রতিবেশীদের দাবি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, নিহত কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments