সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়া সারিয়াকান্দির কৃতি সন্তান অতিরিক্ত সচিব মো: মোখতার আহমেদ। গত ৯ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত একটি আদেশে তাকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ন্যস্ত ছিলেন।
গত শেখ হাসিনা সরকারের শাসনামলে দীর্ঘদিন পদবঞ্চিত থাকার পর মোখতার আহমেদ উপ সচিবের পদ থেকে নতুন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বগুড়া সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের হাফেজ আহমেদ আলীর ছেলে।
মোখতার আহমেদ জানান, শুধুমাত্র বগুড়া জেলার বাসিন্দা হওয়ার কারণে তিনি পরপর ৫ বার পদবঞ্চিত হওয়ার পর শেষে উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। এরপর একই কারণে তিনি আবারো ৪ বার যুগ্ম সচিব হিসেবে বাদ পরেন।
সরকারের পট পরিবর্তন হওয়ায় দেশের বৈষম্যের শিকার পদবঞ্চিত কর্মকর্তারা এখন পদায়ন পাচ্ছেন বলে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং গত ছাত্র আন্দেলনে নিহত সকল ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।