জিয়া ক্রিকেট টুর্নামেন্টে যেন প্রাণ ফিরে পেল শহীদ চান্দু স্টেডিয়াম

স্টাফ রিপোর্টার: জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পদচারনা আর কয়েক হাজার দর্শকের উন্মাদনায় দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে আবারো ক্রিকেটে মাতলো বগুড়াবাসী।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল, আশরাফুল ইসলাম ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এসময় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সেলিমের পরিবারের প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল অংশ গ্রহণ করে। টসে জিতে সবুজ দল লাল দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।
দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে যেন দর্শকদের ঢল নামে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে, কয়েক হাজার দর্শক বিশেষ করে নারীসহ শিশু কিশোররা উপভোগ করেন এই টুর্নামেন্টের খেলা।
উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহী সবুজ দল ফিল্ডিং বেছে নেন। রাজশাহী লাল দলকে ব্যাট করতে নামে। লাল দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ এবং কামরান হাফিজ ডিকি অপরাজিত ২১ রান করেন। এছাড়া রহমত আলীর ব্যাট থেকে আসে ২৫ রান। রাজশাহী সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট শিকার করেন।

জবাবে রাজশাহী সবুজ দল ১৮.৪ ওভারে ১০৫ রানে অল আউট হয়ে যায়। ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল দল। দলের পক্ষে সাইফুল ইসলাম ৩২, সুজন হাওলাদার ১৬ ফরহাদ রেজা ১৪ রান করেন। রাজশাহী লাল দলের বোলার লিমন হোসেন ৩টি, একারামুজ্জামান ২টি ও ফাহিম আহম্মেদ ২ টি করে উইকেট তুলে নেন।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
খেলাচলাকালীন ও উদ্বোধনী অনুষ্ঠানে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, টুর্নামেন্টের উপদেষ্টা অধ্যক্ষ মীর শাহে আলম,

বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, জেলা বিএনপি নেতা আহসানুল হক তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, ইব্রাহিম খলিল, সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, তাহাউদ্দিন নাহিন, জাহাঙ্গীর আলম, আবু হাসান,

সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, এনামুল হক সুমন, নিহার সুলতানা তিথি, সুরাইয়া জেরিন রনি, হাবিবুর রশিদ সন্ধান, এম আর হাসান পলাশ, সাইদুল ইসলাম, আহসান হাবীব মমি, আদিল শাহরিয়ার গোর্কিসহ সিরাজ, পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।
টুর্নামেন্টে ৮টি জেলার ২টি দল অংশ নিচ্ছে। এরমধ্যে সবুজ দলে রয়েছে রাজশাহী, রাজশাহী মহানগর, পাবনা, নাটোর ও চাপাইনবাবগঞ্জ জেলা। লাল দলে রয়েছে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা। খেলা শেষে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামেই পুরস্কার বিতরণ করা হয়।