Monday, December 23, 2024
Homeউত্তরের খবরসারাদেশে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট. রবিবার বগুড়ায় উদ্বোধন

সারাদেশে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট. রবিবার বগুড়ায় উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সারাদেশে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার সকাল ১১টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল অংশ গ্রহণ করবে।

শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রেস ব্রিফিংয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, টুর্ণামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য সচিব ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মীর শাহে আলম, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক কালাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হক তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, তাহা উদ্দিন নাহিন, কেএম খায়রুল বাশার, শাহাদত হোসেন,

জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচটি বেসরকারি টেলিভিশন টি-ষ্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বলে আয়োজকরা জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments