Monday, December 23, 2024
Homeউত্তরের খবরবগুড়া হাউজিং এস্টেট সমিতি আহবায়ক কমিটি গঠন

বগুড়া হাউজিং এস্টেট সমিতি আহবায়ক কমিটি গঠন

প্রেস রিলিজ: বগুড়া হাউজিং এস্টেট সমিতির আহবায়ক কমিটি গঠন কল্পে শুক্রবার সন্ধায় সমিতির উপশহরস্থ কার্যালয়ে হাউজিং এস্টেটের প্লট মালিক ও বাড়ির মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সংগঠনকে গতিশীল ও কার্যকর করা লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা মন্ডলী ও ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটি আগামী ০৬ (ছয়) মাসের মধ্যে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নতুন কার্যনির্বাহী গঠন করবেন এবং তাদের মেয়াদকালীন উপশহরের সমস্যাদির সার্বিক সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন। নির্বাচিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ হচ্ছেন- মো. জাহেদুর রহমান জাদু, কে.এম. খায়রুল বাশার ও অধ্যাপক মো. আবু সাইদ।
আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন- আহবায়ক: রেজাউল হাসান বানু, যুগ্ম আহবায়ক: ফিরোজুর রহমান জুয়েল, সদস্য সচিব মো. রাশেদুর রহমান রাশেদ। সদস্যবৃন্দ হলেন- মো. মতিয়ার রহমান মতিন, এ্যাড. জাহানুর রহমান জাকি, এসএম আলম সুমন, ইসলাম সরকার, শাহ মো. রেজাউল করিম, রফিকুল ইসলাম, মো. সারোয়ার হোসেন, ইঞ্জি. হাবিবুর রহমানএ।

উক্ত মতবিনিময় সভায় প্লট ও বাড়ির মালিকদের পক্ষে বক্তব্য রাখেন কে.এম. খায়রুল বাশার, তহমিনা হায়দার, ইঞ্জি. পারভেজ হাসান, ডা. জহুরুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম, মতিয়ার রহমান মতিন, ডা. মোকাররম হোসেন, প্রফেসর রফিকুল ইসলাম, রোটা. আখতারুজ্জামান, প্রফেসর মাহফুজুর রহমান লিখন, জিয়াউর রহমান, মাহবুবর রহমান সোহাগ, মাহমুদুর রহমান, ওমর ফারুক, প্রফেসর আবু সাঈদ, জাহেদুর রহমান জাদু, আব্দুর রউফ, শরিফুর ইসলাম সরকার প্রমুখ।

সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান নবনির্বাচিত আহবায়ক রেজাউল হাসান রানু ও সদস্য সচিব রাশেদুর রহমান রাশেদ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments