Tuesday, December 24, 2024
Homeজাতীয়জাতীয় সাংবাদিক সংস্থার স্মরণ সভা ও দোয়া মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থার স্মরণ সভা ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট: শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় স্বরনসভা ও দোয়া মাহফিল হয়েছে ।

এতে সভাপতিত্ব করেন নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন।

মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠিতা সদস্য আতিকুর রহমান, উপদেষ্টা লায়ন গণী মিয়া বাবুল, ড. এসএম নূরুজ্জান।

প্রতিষ্ঠাতা মুহম্মদ আলতাফ হোসেন এর ছেলে ডাক্তার মো: মনির হোসেন ও মুনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি খায়রুল ইসলাম, মিজুর রহমান প্রীন্স, জামাল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহামুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আতিকুর রহমান আজাদ, অর্থ সচিব আবেদ আলী সহ আরো অনেকেই।

স্মরণসভায় ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দোআ পরিচালার মাধ্যেমে অনুষ্ঠান শেষ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments