Monday, December 23, 2024
Homeউত্তরের খবরবিপ্লব ও সংহতি দিবসকে জাতীয় দিবস ও সরকারি ছুটি ঘোষনার দাবি

বিপ্লব ও সংহতি দিবসকে জাতীয় দিবস ও সরকারি ছুটি ঘোষনার দাবি

 

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৬বছর পর নানা আয়োজনে বগুড়ায় প্রকাশ্যে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি দৃষ্টিনন্দন করতে র‌্যালীতে রাখা হয়েছে সাঁজোয়া যান, হাতি, ঘোড়াগাড়ি ও পালকি। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‌্যালী বের হয়ে জলেশ্বরীতলা, শেরপুর রোড, সাতমাথা, থানার মোড়, বড়গোল্লা, ফতেহ্ আলী বাজার হয়ে দলীয় কার্যালয়ের নবাববাড়ি সড়কস্থ পুলিশ প্লাজা এসে শেষ হয়। এর আগে বেলা ১০টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে একত্রিত হন।

র‌্যালী পূর্বে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সমাবেশে বক্তারা ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে জাতীয় দিবস ও সরকারি ছুটি ঘোষনার দাবি জানান।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা অন্তরবতীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করুন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রিতিনিধির কাছে ক্ষমতা দিতে হবে।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাত হয়েছে, আর কোন স্বৈরশাসক বাংলাদেশ দখল করতে পারবেনা। দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারের পরিচালনায় সামাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক এমপি গোলাম মো: সিরাজ, জেলা বিএনপিরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।

এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এ্যাড, আব্দুল বাছেদ, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক নতুন, এনামুল হক শাহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন,

জেলা মহিলা দলের সভাপতি আনজুমান আরা শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক ময়নুল হক বকুল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহারিয়া গোর্কী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, সদও উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিলুর রহমান শাওন, সদস্য সচিব হোসেন আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম এর হাসান পলাশ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments