প্রেস রিলিজ: বেসরকারি অর্থনৈতিক অঞ্চল পুন্ড্র ইকোনমিক জোন এর প্রস্তাবিত স্থান বৃহস্পতিবার সকালে পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় ও শুনানিতে অংশগ্রহণ করেন বেজা উচ্চ ক্ষমতা সম্পন্ন এক পরিদর্শন কমিটি।
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া, মহিষবাথান, গোকুল এবং তেলিহারা মৌজায় আনুমানিক একশত একর জমিতে ইকোনমিক জোন স্থাপিত হবে। উক্ত শুনানিতে স্থানীয় ৫ শতাধিক অধিবাসী উপস্থিত থেকে তাদের সম্মতি জ্ঞাপন সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর (বিনিয়োগ উন্নয়ন) নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব মোঃ মজিবর রহমান বলেন, অবহেলিত ও অর্থনৈতিক সুবিধা বঞ্চিত উত্তরাঞ্চলে প্রস্তাবিত পুন্ড্র ইকোনমিক জোন স্থাপিত হলে এলাকার উন্নয়নের সাথে দেশের উন্নয়ন হবে। কর্মসংস্থান হবে কমপক্ষে ৩৫ হাজার থেকে ১ লক্ষ মানুষের। দেশি-বিদেশি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি স্থাপনে আগ্রহী হলে এখানে উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করে রপ্তানি করার ফলে বিদেশী মুদ্রা অর্জিত হবে।
উক্ত শুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাপরিচালক বিনিয়োগ উন্নয়ন বেজা যুগ্ম সচিব মুসাররাত জেবীন, বেজা (বিনিয়োগ উন্নয়ন) ব্যবস্থাপক নির্বাহী সদস্য যুগ্ম-সচিব আবু হেনা মোঃ মুস্তফা কামাল, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার প্রমুখ।