Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরবগুড়ায় জামায়াতের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বগুড়ায় জামায়াতের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

স্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক মোঃ আব্দুস ছালাম তুহিন, আজগর আলী, এ্যাড. শাহীন মিয়া, আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদাইতুল ইসলাম, ইকবাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদের দোসররা এখনো দেশের নানা জায়গায় ঘাপটি মেরে আছে। এই দোসরদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে।

বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দেশবিরোধী অপশক্তির কবল থেকে দেশকে রক্ষা করেছিলেন, আবারও কোন অপশক্তি দেশের বিরুদ্ধে চক্রান্ত করলে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বীরজনতা বুকের রক্ত দিয়ে তা রুখে দিবে। জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মিরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে।

আলোচনা সভা শেষে সকল শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments