Monday, December 23, 2024
Homeউত্তরের খবরছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শহীদ ও আহত পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার

ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শহীদ ও আহত পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার

স্টাফ রিপোর্টার: চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এসময় শহিদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার দুপুরে বগুড়া শহরের আকাশতারা উত্তর পাড়া এলাকায় একজন শহীদ ও ৮ জন আহতর পরিবারের সাথে সাক্ষাৎ করেন সংগঠনের নেতৃবৃন্দ। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন এর নেতৃত্বে প্রতিনিধি দল নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

এসময় আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে সম্প্রতি শেষে হওয়া আন্দোলনে নিহত ও আহত পরিবারের খোঁজ-খবর নিতে এসেছি। তারেক রহমান চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও আমাদের মাধ্যমে আপনাদের খোঁজ-খবর নিয়ে থাকেন। তিনি অনেক দূরে থাকলেও বগুড়াসহ সারাদেশের খোঁজ খবর নেন তিনি। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে দেশে গুম ও খুন হওয়া পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হচ্ছে। বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে আহত ও নিহত প্রায় ২শতাধিক পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছে। দেশজুড়ে আমাদের এই কর্মসূচী চলমান রয়েছে।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক, বাসস বগুড়া জেলা সংবাদদাতা কালাম আজাদ, জেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন, সাইদুজ্জামান শাকিল, সাবেক মেয়র সাইফুল ইসলাম, শামীম রেজা শামীম, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, ওলামা দলের ফজলে রাব্বী তোহা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,

আমরা বিএনপি পরিবার এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, হাসানুজ্জামান পলাশ, সাব্বির হোসেন বাবলু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি ।

নিহত ও আহতরা হলেন সারিয়াকান্দির উপজেলা নিহত শহীদ মনিরুজ্জামান, শহরের চেলোপাড়ার আহত রাজঘোষ, গোয়ালগাড়ী এলাকার আহত মেহেদী হাসান, সাবগ্রাম আকাশতারা গ্রামের আহত আবদুল মজিদ, নাটাইপাড়ার আহত আদিব হাসান, পৌরসভার বৃন্দাবনপাড়ার আহত নূর মোহাম্মদ,কাটনার পাড়া এলাকার আহত আবদুল আলিম, মালগ্রাম দক্ষিনপাড়া আহত নয়ন শেখ, সারিয়াকান্দির উপজেলার আহত স্বপন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments