দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ চার জুয়াড়ি ও মাদক মামলায় নারীসহ সাত জনকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ভাতহান্দা এলাকায় অভিযান চালান। এসময় জমির পাশে তাস দিয়ে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলো, উপজেলার তারাজুন বাজারদীঘি গ্রামের মৃত হানিফ এর ছেলে আনিসুর (৫৩), ধাপসুখানগাড়ি গ্রামের তমজেদ প্রাং এর ছেলে মিশুল প্রাং (৪৫), সাইদুর প্রাং এর ছেলে রায়হান শাকিল (২৩) ও ভাতহান্দা গ্রামের সফির জোয়ারদার এর ছেলে হাফিজুল (৩৫)। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
অপর দিকে গত মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় উপজেলা সদরের মন্ডলপাড়ার মৃত আব্দুল করিমের স্ত্রী সাহিদা ওরফে ধলি, কুন্ডুপাড়ার আব্দুর রশিদের ছেলে শহিদুল প্রাং ও গ্রেপ্তারি পরোয়ানামুলে তালোড়া বাসলা গ্রামের মৃত আ: ওয়াহেদ এর ছেলে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে।
পুলিশ গ্রেফতারকৃতদেরকে গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।