Monday, December 23, 2024
Homeউত্তরের খবরবগুড়ায় প্রায় দেড় হাজার কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় প্রায় দেড় হাজার কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় বগুড়া শহরের রাজাবাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জি এন্টারপ্রাইজ নামক ১ টি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ১৪৮০ ( একহাজার চারশত আশি) কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন বাজারজাত করার কারনে এ জরিমানা করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদমান আকিফ অভিযানে নেতৃত্ব প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, বগুড়া অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এসময় ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহাথীর মোহাম্মদ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments