ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনজন ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে ধুনট উপজেলা সদরের বাজার মনিটরিংকালে ওই ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, সোমবার বিকালে ধুনট উপজেলার ধুনট বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করায় বাজারের তিন বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ধুনট থানা পুলিশ উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করেছেন।