Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরদুপচাঁচিয়ায় শারদীয় বিজয়া পূনর্মিলনী

দুপচাঁচিয়ায় শারদীয় বিজয়া পূনর্মিলনী

 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : শনিবার দুপচাঁচিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে মহাশ্মশান কালীবাড়ী চত্বরে শারদীয় বিজয়া পূনর্মিলনী সংগঠনের সভাপতি অসিম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।

উদ্বোধকের বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বিশেষ অতিথি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার আদমদীঘি সার্কেল নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সহ অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার মানিক,

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আশরাফ আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গাজিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাসার, আনসার ও ভিডিপি কর্মকর্তা লিটন মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দিপক কুমার কুন্ডু, সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি রথিন্দ্রনাথ বসাক কালা, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার উল আজাদ লিটন সহ প্রমুখ বক্তব্য রাখেন।

সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments