Monday, December 23, 2024
Homeউত্তরের খবরইউসিমাস জাতীয় ম্যাথ প্রতিযোগীতায় পুরস্কার পেল বগুড়ার ১২ শিক্ষার্থী

ইউসিমাস জাতীয় ম্যাথ প্রতিযোগীতায় পুরস্কার পেল বগুড়ার ১২ শিক্ষার্থী

প্রেস রিলিজ: ইউসিমাস এ্যাবাকাস ও মেন্টাল ম্যাথ ৭ম জাতীয় প্রতিযোগীতা ২০২৪-এ বগুড়ার ১২ জন শিক্ষার্থী পুরস্কার লাভ করেছে। ইউসিমাস বগুড়া শাখার ১৭ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়ে মাত্র ৮ মিনিটে ২০০টি অংকের সমাধান করে এই কৃতিত্ব অর্জন করেছে। বৃহস্পতিবার বিকেলে শহরের উপশহরে ইউসিমাস বগুড়া শাখার পরিচালক রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৫ অক্টোবর ঢাকার আইডিইবি ভবনে ইউসিমাস আয়োজিত দেশের সবচেয়ে বড় এ্যাবাকাস ভিত্তিক গাণিতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৪ থেকে ১৩ বছর বয়সি ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় মাত্র ৮ মিনিটে ২০০টি গাণিতিক সমস্যার সমাধান করতে হয়।

প্রতিযোগিতায় বগুড়ার ১৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১২ জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করে। ১২ জন শিক্ষার্থীর মধ্যে ১ম রানার আপ হয়েছেন ২ জন, ২য় রানার আপ হয়েছেন ৬ জন এবং ৩য় রানার আপ হয়েছেন ৪ জন শিক্ষার্থী। বগুড়া থেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করা শিক্ষার্থীরা হলেন, ফারিহা তাসনিম, সারিবা জান্নাত তাসনিম, নাজিফা তাসনিম, মুনাজ্জিদ আহম্মেদ উসাইদ, আব্দুল্লাহ আল মুক্তাদির, সাজিয়া মেহজাবিন, ওয়াসাম এ.ও.এফ চৌধুরী, তাফিম ফাইয়াজ আহম্মেদ, আসলাতুন কায়ছার আরব, আহনাফ কবির, আরাফ মাহবুব, মোছা: রুফাইদা আমিন।

ইউসিমাস বগুড়া শাখার শিক্ষার্থীদের কৃতিত্ব অর্জন করায় শিক্ষার্থীদের অভিননন্দন জানিয়েছেন পরিচালক রিয়াজুল ইসলাম, প্রশিক্ষক সানিজদা ইনাম, শাকিলা জাহান, শাপলা খাতুন সহ সংশ্লিষ্ট সকলে।

ইউসিমাস বগুড়া শাখার পরিচালক রিয়াজুল ইসলাম জানান, বিজ্ঞান ভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক শিশু মেধা বিকাশ প্রশিক্ষণ পদ্ধতিতে ৪ থেকে ১৩ বছর স্কুলগামী শিশুদের শেখানো হয়। এই পদ্ধতিতে শিশুদের মধ্যে উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও স্মরণ শক্তি বৃদ্ধি, গতি ও নির্ভুলতা, আত্মনির্ভরশীলতা, মনোযোগ, উপস্থাপনা, অংকে পারদর্শিতা মেধা ও কল্পনাশক্তি এবং প্রতিভা ও অন্যান্য গুনাবলীর বিকাশ ঘটায়।

ফলে শিক্ষার্থীরা দুই হাতের ৬টি আঙ্গুলের মাধ্যমে ব্রেইনকে কাজে লাগিয়ে গানিতিক জটিল সমস্যরা সমাধান করে থাকে। গত দুই বছর যাবত বগুড়ায় এই কার্যক্রম পরিচালনা করছে ইউনিমাস।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments