Monday, December 23, 2024
Homeউত্তরের খবরভালো মানুষ কখনও দেশ থেকে পালায় না- বগুড়ায় জামায়াত আমীর

ভালো মানুষ কখনও দেশ থেকে পালায় না- বগুড়ায় জামায়াত আমীর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা তরুনদেরকে এমন শিক্ষা দিতে চাই যা তাদেরকে মানুষ হতে শেখাবে। আল্লাহকে ভয় করতে শেখাবে, শিক্ষার সাথে সাথে যোগ্যতা অনুযায়ী কাজ তাদের হাতে আসবে। কোন মামা খালুর তদবির চলবেনা। মেধা অনুযায়ী কাজ পাবে। সেই দেশের স্বপ্ন দেখি আমরা। কোন বিচারক ঘুষ খাওয়ার চিন্তা করবে না, বিচারের জন্য আদালত থেকে আদালত ঘুরতে হবে না। আল্লাহর কোরআনের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান তিনি।

তিনি শনিবার বেলা ৩ টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া শহর ও জেলা শাখা আয়োজিত বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি গোলাম রব্বানীসহ জেলা নেতৃবৃন্দ।

তিনি বলেন, আপনারা বলতেন আমরা পালাবোনা, অমুকের মেয়ে পালায়না, আজকে কি হলো। ভালো মানুষ কখনও দেশ থেকে পালায় না। যাদের ভালোবাসা, চোখের পানি মেকি, তারাই পালিয়েছে। তাদের অপরাধ তাদেরকে পালাতে বাধ্য করেছে।
এর আগে, সকালে একই ভেন্যুতে শহর ও জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে জামায়াত। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। কোন সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠতায় দেশ বিভক্ত চাই না। বিগত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে হাজারো শহীদের বিনিময়ে অর্জিত বিজয় কাজে লাগিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এ জন্য আমাদের নিজেদের কে জাতির সামনে সৎ ও যোগ্য হিসেবে উপস্থাপন করতে হবে। জাতি ইনসাফপূর্ণ সমাজ চায় । সে সমাজ গঠনে জামায়াতে ইসলামীকে এগিয়ে আসতে হবে। জাতি আমাদের উপর যে আশা করে তা যেন আমরা পূরন করতে পারি সে জন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে।

জামায়াত আমীর বলেন, বিগত সাড়ে ১৩ বছর আওয়ামী জুলুমের কারনে আমরা দলীয় অফিসে বসতে পারি নাই , নিজের বাড়ী ঘরে থাকতে পারি নাই , ব্যবসা বাণিজ্য , চাকুরী করতে পারি নাই, এমনকি পরিবারের ঠিকমতো খবর নিতে পারি নাই , পিতা মাতা , নিকটজন মারা গেলে তাদের মুখও দেখতে পারি নাই। আল্লাহ আমাদের উপর রহমত ঢেলে দিয়েছেন বলে আজ বড় সমাবেশ করতে পারছি। তাই এ সময়কে কাজে লাগিয়ে দ্বীনের দাওয়াত সবার কাছে গিয়ে দিতে হবে।

তিনি শনিবার সকালে বগুড়া শহর ও জেলা শাখার সদস্য (রুকন ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক আ,স,ম আব্দুল মালেকের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান , কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যের আগে ২০২৫-২৬ মেয়াদের জন্য নির্বাচিত বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও জেলা আমীর মাওলানা আব্দুল হক সরকারকে শপথ বাক্য পাঠ করান। উক্ত সম্মেলনে ৪ হাজারের অধিক পুরুষ ও নারী সদস্য অংশ গ্রহন করেন। সকাল থেকে অবিরাম বৃষ্টি মাথায় নিতে সম্মেলনে যোগ দেন সদস্যরা। বিকেলে সুধি সমাবেশে সারাজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। গোটা আলতাফুন্নেছা খেলার মাঠ কানাই কানাই পূর্ন হয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments