দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত থানা অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় নবাগত অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম তার বক্তব্যে, দুপচাঁচিয়া উপজেলাকে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সেই সাথে তিনি এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, রমেন্দ্রনাথ পোদ্দার, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাত, কার্যনির্বাহী সদস্য বাহারাম আলী, মঈন খান, আখতারুজ্জামান তুহিন, মুশফিকুর রহমান সবুজ প্রমুখ।
সমগ্র সভাটি পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল।
দুপচাঁচিয়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন নবাগত ওসি
RELATED ARTICLES